Breaking News
Loading...

ইতিহাস ও ঐতিহ্য

 

কিভাবে যাওয়া যায়: 

দেবিদ্বার হতে ধামতী ইউনিয়ন হয়ে সিএনজি যোগে রাজামেহার ইউনিয়ন যাওয়ার পর রিক্সা বা সিএনজি যোগে মরিচা ছায়েদ আলী জমিদার বাড়ী যেতে হয়। অথবা দেবিদ্বার থেকে চান্দিনা বাসস্টেন্ড হয়ে মাধাইয়া বাজার থেকে সিএনজি যোগে মরিচা ছায়েদ আলী জমিদার বাড়ীতে যাওয়া যায়।
প্রায় ২০০ বছর পুরোনে মরিচা ছায়েদ আলী জমিদার বাড়ী। এখানে অনেক প্রত্নতাত্বীক পুরার্কীতি ছিল যা কালের বিবর্তনে হারিয়ে গেছে। বর্তমানে এখানে জমিদারদের বংশদ্ভুদ বাস করে।

অবস্থান: 

রাজামেহার ইউনিয়ন মরিচা গ্রাম

 ভাষা ও সংস্কৃতি
দেবিদ্বার উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান গত দিক থেকে রাজামেহার ইউনিয়নের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। দেবিদ্বার  উপজেলায় সদরের নিকটে অবস্থিত  এই ইউনিয়নকে ঘিরে রয়েছে মুরাদনগর, চান্দিনা, দাউদকান্দি উপজেলা। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে।আঞ্চলিক ভাষার সাথে সন্নিহিত ব্রাহ্মণবাড়ীয়া, ঢাকার ভাষার অনেকটা সাযুজ্য রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের গতিপ্রকৃতি ইউনিয়নের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

ইতিহাস

১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে দেবিদ্বার উপজেলা গঠিত হয়। ১৫টি ইউনিয়নের একটি হচ্ছে রাজামেহার ইউনিয়ন। ১৯টি গ্রাম নিয়ে রাজামেহার ইউনিয়ন গঠিত হয়। এখানে শিক্ষা,সংস্কৃতির চমৎকার মিশ্রন লক্ষনীয়। এখানকার মানুষজন অতিথীপরায়ন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রাজামেহার ইউনিয়ন অবস্থিত হওয়ায় এখানকার যাতায়াত ব্যবস্থা খুবই ভাল। এখানে প্রচুর পরিমান ফসল ফলে। যার কারনে এখানকার মানুষ খাদ্য সমস্যায় ভোগে না।

  • 0Blogger Comment
  • Facebook Comment