কাল্পনিক দেশপ্রেম
লিখেছেনঃ নির্ঝর সুপ্তক
১৫ ডিসেম্বর ২০১৪
সকাল ৯ টা ৫৬
সকালে উঠে মোবাইলের ব্যালেন্স চেক
করল অন্তু। মোবাইলের স্ক্রিনের ক্ষুদ্র
অক্ষরগুলো ফুটিয়ে তুলল তার
সিমে পড়ে থাকা টাকার অঙ্ক, খুব
বেশি না থাকলেও তা যথেষ্ট।
বাংলাদেশ লিখে গুগলে সার্চ দেওয়ার
আগমূহুর্তে নিজের মোবাইলের
ইন্টারনেট সংযোগ চালু করে নিল সে,
অতঃপর খুব সুন্দরভাবে নিজের পছন্দসই
একটা ছবি পছন্দ করল সে, সবুজ ঘাসের
উপর রক্ত দিয়ে লেখা বাংলাদেশ...
১৬ ডিসেম্বর ২০১৪
রাত ১২ টা ০২
ফেসবুকে ঢুকে নিজের প্রোফাইল
পিকচার পরিবর্তন করল অন্তু,
সকালে ডাউনলোড করা ছবিটি নিজের
প্রোফাইল পিক
হিসেবে রাখতে পেরে সে অনেকটাই
স্বস্তি বোধ করছে। বাংলাদেশের
মানুষের করা অসাধারণ রেকর্ডের অংশ
এখন সে হতে চলেছে। মূহুর্তে তার
প্রোফাইলের ছবিটিতে মানুষের মন্তব্য
আসছে। রক্তে লেখা বাংলাদেশ
ক্যাপশনে ছবিটি ১৬ ডিসেম্বরের জন্য
দারুণ মানিয়েছে। যদিও 'স্পাইডার
ম্যান' এর ছবিটিকে সে নিজের
প্রোফাইলে প্রচন্ড মিস করছে, তবুও
কিছুই করার নেই। বিজয় দিবস
বলে কথা।
১৬ ডিসেম্বর ২০১৪
সকাল ৯ টা ২০
সকালে উঠেই নিজের মোবাইল
ফোনে বেজে যাওয়া মেটালিকার
আনফরগিভেন ৩ গানটি বন্ধ করল অন্তু।
কাল রাতে হঠাৎ ঘুমিয়ে যাওয়ার
কারণে সেটা করা হয়নি তার। আজ স্কুল
নেই, তবুও কাছে কোনো স্কুলের
আজগুবি প্রোগ্রামে ঘুম ভেঙ্গে গেল
অন্তুর। এরা পারেও বটে, এত
সকালে উঠে গান শুরু করে দিয়েছে,
পাশের স্কুলের বাচ্চাদের
প্রতি হওয়া অত্যাচার অন্তুর মনে হয়ত
কিছুটা দয়ার প্রকাশ ঘটালো।
সকাল ১০ টা ৫৭
টিভিতে শুধুই ১৬ ডিসেম্বরের
অনুষ্ঠান, কোথাও সেরকম কিছু হচ্ছে না।
এ টি এন বাংলায় হাঙর নদীর গ্রেনেড
হচ্ছিল। তবে এসব টিপিক্যাল
বাংলা চলচ্চিত্র গুলো অন্তুর পছন্দ না।
তাই উপায়ান্তর না দেখে সে এইচ বি ও
তে প্রচারিত হওয়া 'স্পাইডার ম্যান
২' দেখতে শুরু করল। কেন যেন এ ধরণের
ছবি দেখলেই সে অনেক শান্তি পায়।
১৬ ডিসেম্বর ২০১৪
বেলা ১১ টা ০৬
" আমার সোনার বাংলা, আমি তোমায়
ভালোবাসি। যারা যুদ্ধ করে এদেশ
স্বাধীন করেছেন, তাদের স্মরণ
করি অন্তর দিয়ে, বেঁচে থাকুক তাদের
আত্মা অমর হয়ে, চিরকাল, চিরজীবন। "
অন্তুর এদিনের প্রথম ফেসবুক স্ট্যাটাস,
বিজয় দিবসে নিজের অনুভূতি প্রকাশক
এমন একটা স্ট্যাটাস তার মনকে একটু
হলেও হালকা করল, বিজ্ঞাপন শেষ
হতেই আবার তার চোখ টিভির ঐ
মাকড়শার জাল ছোড়াছুড়ির দিকেই
নিমজ্জিত হলো।
১৬ ডিসেম্বর ২০১৪
বিকেল ৪ টা ৪৫
লাল সবুজ রঙের আদলে তৈরি এক সপ্তাহ
আগে কেনা পাঞ্জাবীর
সঙ্গে কালো রঙের জিন্স পড়ে নিজের
বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হলো অন্তু,
ফেসবুকের বাইরের জগতেও তার
দেশপ্রেমের প্রমাণ হয়ত তার
পাঞ্জাবীটি।
১৬ ডিসেম্বর ২০১৪
রাত ১০ টা ৫৮
টেবিলের
উপরে পড়ে থাকা পত্রিকাটি নিল অন্তু,
প্রতিটি পাতাতেই বিজয় দিবসের জন্য
কিছু লেখা দেখে একরমক
তাচ্ছিল্যভরে পত্রিকাটি পাশে রেখে
দিল সে, বাজার
থেকে কিনে আনা লিংকিং পার্কের নতুন
গানগুলো কম্পিউটারে কপি করে সেখান
থেকে সবগুলো মোবাইলে নিয়ে শুনতে শুরু
করল সে। একই সাথে আগামীকালের জন্য
নতুন একটা প্রোফাইল পিকচারও
খুঁজতে লাগল