একটা সুন্দর সম্পর্ক তৈরি হতে অনেক
সময়ের দরকার হয়, আবার তিল তিল
করে গড়ে তোলা সেই সম্পর্ক ছোট ছোট
ভুল বোঝা বুঝিতে দু
জনকে দুরে ঠেলে দিতে ভুল করে না !
সুতরাং সম্পর্ক রক্ষার জন্য এসকল বিষয়
গুলোকে রাড়তে দেয়া ঠিক না!
রাজামেহার একটি আদর্শ গ্রাম