Breaking News
Loading...

শনিবার, ১৮ মার্চ, ২০১৭

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের দাখিলকৃত ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার জেলা রিটার্নিং অফিসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. রকিব উদ্দিন মণ্ডল মনোনয়পত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন।
 
বাছাইয়ে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু, জেএসডি (রব) প্রার্থী শিরীন আক্তার এবং পিডিপি প্রার্থী এডভোকেট সায়েবুর রহমানের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
 
এছাড়াও মেয়র পদে দাখলকৃত স্বতন্ত্রপ্রার্থী মেজর (অবঃ) মামুনুর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মামুনুর রশীদ নির্বাচনী আইন মোতাবেক প্রদত্ত ৩০০ জন ভোটারের তালিকা নির্বাচন কমিশনের বাছাইতে যথাযথভাবে না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রার্থী ও প্রার্থীর সমর্থকদের উপস্থিতিতে রিটার্নিং অফিসারের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়।
 
মনোনয়নপত্র বাছাই শেষে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক নিয়ে আমাকে দলীয় মনোনয়ন প্রদান করেছেন। এখন কুমিল্লার সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
এ সময়ে আঞ্জুম সুলতানা সীমা সিটি কর্পোরেশনের বিরাজমান সমস্যা সমাধান করে জলাবদ্ধতা ও যানজট মুক্ত সুন্দর স্বচ্ছ একটি নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
 
রিটার্নিং অফিসার মো. রকিব উদ্দিন মণ্ডল নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরপেক্ষভাবে করার জন্য প্রার্থী সমর্থকদের প্রতি আহবান জানান। বাসস।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment